প্রকাশিত: Mon, Dec 12, 2022 5:37 PM
আপডেট: Tue, Jul 1, 2025 7:59 PM

বিএনপি কোয়ার্টার ফাইনালে হেরেছে, সেমিফাইনাল ও ফাইনালেও হারবে: ওবায়দুল কাদের

মহসীন কবির: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। যারা আন্দোলনে হেরে যায় তারা কখনো বিজয়ী হতে পারে না। সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। সময় ও ডিবিসি টিভি

তিনি বলেন, বিএনপির ১০ দফার মধ্যে নতুন কিছু নেই, থাকলে বিবেচনা করা হবে। ১০ ডিসেম্বর সব অচল করে দেওয়ার ছক এঁকে বিএনপি এখন নিজেরাই অচল। বিএনপির এমপিদের পদত্যাগের সমালোচনা করে তিনি বলেন, বিএনপির সংসদরা চলে গেলেন, এভাবে বয়কট করা বড় ভুল, অচিরেই বুঝতে পারবেন। রিজার্ভ নিয়েও কাদের বলেন, দেশে পাঁচ মাসের রিজার্ভ মজুত আছে। তিন মাসের রিজার্ভ জমা থাকলেই দেশ স্বাভাবিক পরিস্থিতিতে থাকে। সেখানে পাঁচ মাসের রিজার্ভ মানে দেশে কোনো সংকট নেই। সম্মেলন শুরুর আগে দুই পক্ষের মারামারি নিয়ে ওবায়দুল কাদের বলেন, কেন ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে হবে। বিষয়টি চুয়াডাঙ্গায় আগত কেন্দ্রীয় নেতারা তদন্ত করবেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব